MESSAGE FOR STUDENTS

প্রধান শিক্ষকের বানী প্রধান শিক্ষকের বানী

প্রধান শিক্ষকের
বানী

সম্মানিত অভিভাবক বৃন্দ,

আসসালামু আলাইকুম, পরম করুনাময় আল্লাহ তায়ালার অশেষ রহমতে এলাকা বাসীর সার্বিক সহযোগীতা অনুপ্রেরনা ও আপনাদের উৎসাহের ফসল “আবুল হাসেম মডেল একাডেমি” একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ও আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য একজন সু-শিক্ষিত দক্ষ নাগরিক গড়ার কারিগর হিসেবে আদর্শ অভিভাককের পাশাপাশি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। সেই লক্ষ্যেই “আবুল হাসেম মডেল একাডেমি” সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক দিক নির্দেশনা দিয়ে যাবে। ভালো ফলাফল ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকাল অভিভাবকগণ ছুটে চলে নামী দামী, দূরদুরান্তের বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে। “আবুল হাসেম মডেল একাডেমি” সেই চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে আপনার হাতের কাছে আমাদের প্রতিষ্ঠান “আবুল হাসেম মডেল একাডেমি” তাই এলাকার সকল গণ্যমান্য, বুদ্ধিজীবি, পেশাজীবি, শ্রমজীবি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করি। আল্লাহ আমাদের লক্ষ্য বাস্তবায়নে সহায় হন। “আমিন”

মোঃ আলমগীর হোসেন (আলম মাস্টার) বি.এস.এস
প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক
আবুল হাসেম মডেল একাডেমি।